বাংলা বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নপত্রে ‘ভরসা হলো, আর দমাতে পারবো না’- শেখ মুজিবের এ বক্তব্যকে উদ্ধৃত করে প্রশ্নটি করা হয়েছে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। প্রশ্নপত্র ঘেঁটে দেখা যায়, ১৫ নম্বর প্রশ্নে উল্লেখ রয়েছে ‘ভরসা হলো, আর দমাতে পারবে না।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ ভরসা হওয়ার কারণ?প্রশ্নের উত্তরের অপশনগুলোর মধ্যে বলা হয় ‘(ক) বাঙালি বুঝেছে তাদের মুখের ভাষা কেড়ে নিতে চায় (খ) একুশে ফেব্রুয়ারি গুলি হওয়ার খবরে সারা দেশে হরতাল হয়েছে (গ) ফরিদপুরে রাজবন্দীর মুক্তি চেয়ে স্লোগান হওয়ায় এবং (ঘ) বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্তি দেওয়ায়।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড সূত্র জানায়, প্রশ্নটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রকাশিত মূল পাঠ্যবই থেকে নেওয়া হয়েছে।
পাঠ্যবইয়ে এখনো ওই অংশ বিদ্যমান থাকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা কেউ প্রশ্নপত্রে অন্তর্ভুক্ত করেছে।মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, প্রশ্নপত্রের বিষয়টি জেনেছি।
এ নিয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে আমিও আছি। ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে। যারা এ প্রশ্নপত্র প্রণয়নে জড়িত তাদের বহিষ্কার করা হবে।
তিনি বলেন, এনসিটিবির বাংলা পাঠ্যবইয়ে এখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়টি রয়েছে। যিনি এ কাজটি করেছেন, তিনি উদেশ্যপ্রণোদিতভাবে করেছেন।
এমএম