এই দুটি উইকেটকেই ম্যাচের 'টার্নিং পয়েন্ট' বলছেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সত্যি বলতে, ম্যাচের টার্নিং পয়েন্ট হলো শান্তর রান আউট এবং তানজিদ তামিমের ক্যাচ। সেই সঙ্গে আমার এবং কামিন্দুর বোলিং।
দুর্দান্ত এই জয়ে দলের ক্রিকেটারদের কৃতিত্ব দিচ্ছেন হাসারাঙ্গা, আমি যখন ক্রিজে আসি, তখন সময়টা কঠিন ছিল। চেষ্টা করেছি শুরুতে মৌলিক কাজগুলো ঠিকঠাক করতে। ভালো শুরু পেয়েছিলাম, তারপর পরিস্থিতি অনুযায়ী খেলতে চেয়েছি। (শেষ দিকে ব্যাট হাতে ইনিংস বড় না করতে পারা নিয়ে) একটু হতাশ অবশ্যই।
ওদের কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে ভুগছিল। তবে আমাদের হাতে যথেষ্ট উইকেট ছিল না শেষ দশ ওভারে আক্রমণ করতে। (ফিল্ডিং নিয়ে) ফিল্ডিংটা ছিল দুর্দান্ত। এই ওয়ানডে দলের এটা ছিল সেরা ফিল্ডিং পারফরম্যান্স, সবাই নিজেদের দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছে। বলেন তিনি।
এনএইচ