তারা বলেন, ‘যে আওয়ামী লীগ জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না।’

গণহত্যায় জড়িত সবাইকে গ্রেফতার ও হত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শনিবার বিকালে যাত্রাবাড়ী থানার সামনে জুলাই মঞ্চের উদ্যোগে শহিদি মার্চ সভায় তারা এ দাবি জানান।

মায়েরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের বুক খালি হয়েছে। আমরা বুঝি কত বেদনা-দুঃখ বুকে ধারণ করছি।

তারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তার মধ্যে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা জড়িত রয়েছে। তারা গুলি করেছে। সব পুলিশ সদস্যরা দায়ী সেটা আমরা বলছি না, আমরা বারবার বলছি যারা সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।’

তারা আরও বলেন, জুলাই গণহত্যায় জড়িত এমন অসংখ্য আসামি এখনো আটক হয়নি। আমাদের আহ্বান থাকবে জুলাই গণহত্যার বিচারের কার্যক্রমের গতি বাড়ানোর।

এ সময় শহিদ মেহদী হাসানের মা পারভীন আক্তার, শহিদ শাকিলের মা হেলেনা বেগম, আহত নিয়াজ মোরশেদের মা ফিরোজা বেগম, সাজ্জাদ হোসেনের মা জোসনা বেগম, মিজান শিকদারের স্ত্রী শাহিনা বেগম বক্তব্য দেন।

জুলাই মঞ্চ প্রতিনিধি সাকিব হোসেন বলেন, বাংলাদেশের মানুষ এখন চব্বিশের গণহত্যাসহ ও বিগত ১৬ বছরের গুম, খুন, ক্রসফায়ার, আয়নাঘরের হোতাদের বিচার চায়। বিগত সময় হওয়া তিনটি গণহত্যাকে (পিলখানা, শাপলা চত্বর ও গণঅভ্যুত্থানে সংঘটিত) অগ্রাধিকার দিয়ে বিচারের রায় প্রত্যাশা করছে জনগণ।

তিনি বলেন, বিগত ১৬ বছরের দুঃশাসনে দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যা চালানোর অভিযোগে তৎকালীন ফ্যাসিট সরকারি দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ দেখতে চায় জনগণ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে যেসব গণহত্যাকারী ও অপরাধীদের বিচার চলছে, অনতিবিলম্বে তাদের বিচার কাজ শেষ করে রায় ঘোষণার দাবি জানাচ্ছে জুলাই মঞ্চ। বাকি অপরাধীদের গ্রেফতারে দ্রুত সময়ে পরোয়ানা জারি ও আদালতের মুখোমুখী করতে হবে।

জুলাই মঞ্চের আরেক প্রতিনিধি আরিফুল ইসলাম তালুকদার বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। অথচ যাদের জীবনের বিনিময়ে আজকের এই বিজয়, তাদের হত্যার বিচার হচ্ছে না এখনো। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে, সামনে আরও কঠোর কর্মসূচি দেবে জুলাই মঞ্চ।

জুলাই মঞ্চের প্রতিনিধি আরিফ হোসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- জুলাই মঞ্চের প্রতিনিধি অর্নব হুসাইন, তাসমিয়া, নিজাম উদ্দিন, ইমরান হোসাইন, খোকন, আনিছুর রহমান।

এমএম