তিনি আবুধাবিতেই থাকেন, তবে বিজয় ঘোষণার সময় শোর উপস্থাপক রিচার্ড ও বুশরার ফোনকলের জবাব তিনি দেননি। তিনি ২৪ জুন কেনা ০৬১০৮০ নম্বর টিকিট দিয়ে এই বিশাল পুরস্কার জেতেন। বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, বেলালের সঙ্গে যোগাযোগের প্রচেষ্টা অব্যাহত থাকবে। গত মাসে আমিরাত নাগরিক মুবারক ঘারিব রাশেদ সালেম আল জাহেরি ২০ মিলিয়ন দিরহামের পুরস্কার জিতেছিলেন। একই ড্রতে বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী সাপ্তাহিক ই-ড্র-এ ১ লাখ ৫০ হাজার দিরহাম জিতেছিলেন।

এমএম