আজ মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. জুলহাস উদ্দিন জানান, ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প থেকে থানায় খবর দেয়া হয়। হাসপাতালে এসে জানতে পারেন, সকালে রাকিব নামে এক যুবক মুমূর্ষু অবস্থায় মোমিন নামে ওই যুবকে নিয়ে এসছিল। সে পুলিশকে জানিয়েছিল, আরামবাগ কাঁচা বাজারের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল মোমিন। দেখতে পেয়ে রাকিব তাকে হাসপাতালে নিয়ে এসেছে।

এসআই জানান, লাশ রেখে রাকিব নামে ওই যুবকও হাসপাতাল থেকে চলে গেছে। ঘটনার বিস্তারিত এখনও কিছুই জানা যায়নি। রাকিবকে খোঁজে পাওয়া গেলে ঘটনার বিবরণ জানা যেতে পারে।

এদিকে, ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, রাকিব নামে এক যুবক মোমিনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল। নিহতের নাম বাদে আর কিছু জানাতে পারেনি সে। তবে মোমিন নয়াপল্টন এলাকার কোন একটি কারখানায় কাজ করে বলে জানিয়েছিল সে। তার গলার ডান পাশে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।

এমএম