এক বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছেন সাইফউদ্দিন। শেষবার তিনি এই ফরম্যাটে খেলেছেন গত বছর মে মাসে জিম্বাবুয়ে সিরিজে। ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বশেষ মাঠে নেমেছিলেন নাঈম।

এছাড়া সর্বশেষ সিরিজে থাকা সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদও এবার স্কোয়াডে নেই।

আগামী ১০ জুলাই ক্যান্ডিতে হবে প্রথম টি-টোয়েন্টি। ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই। তিনদিন পর ১৬ জুলাই শেষ টি-টোয়েন্টি কলম্বোতে।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।